ঢাকাWednesday , 11 November 2020
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ

উল্লাপাড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Link Copied!

এসএমএ কামাল পারভেজ
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংগ্রাম,ঐতিহ্য আর সাফল্যের বিজয় কেতন উড়ানো এশিয়ার অন্যতম বৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর’২০ইং) উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগ তার নিজস্ব ব্যানারে সংগঠনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ গুরুত্বের সাথে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

দিনের শুরুতেই উপজেলার এইচ,টি ইমাম স্যার পৌর মঞ্চে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও মাননীয় এম,পি জনাব তানভীর ইমাম মহোদয়ের একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জ্বল এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক এস,এম আজিজুল ইসলাম শাহ আলমের সঞ্চালনায় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক একরামুল হক প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দীর্ঘ ৪৭ বছরের ইতিহাস, ঐতিহ্য এবং সাফল্যের কথা তুলে ধরেন।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, জেলা পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,প্যানেল মেয়র এবং আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এস,এম আমিরুল ইসলাম আরজু,
উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ সরকার, উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী এস,এম জাহিদুজ্জামান কাকন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তোফায়েল ইসলাম বকুল, যুবলীগ নেতা ও পৌর মেয়র মনোনয়ন প্রত্যাশাী আরিফ বীন হাবিব তালুকদার,
আব্দুল বাতেন, মীর রুমন,
ভিপি আবুল বাসার সরকার, সাবেক জিএস নূরুল ইসলাম, পৌর যুবলীগের আহ্বায়ক শাহাদত হোসেন সরকার সহ সমগ্র উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে
উপস্থিত নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি টি এইচ,টি ইমাম স্যার পৌর মঞ্চ থেকে শুরু হয়ে গোটা শহর প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসেই শেষ হয়।

সর্বশেষ, কেক কর্তনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল এবং যুগ্ম আহবায়ক এস,এম আজিজুল ইসলাম শাহ আলম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে উপজেলার সকল প্রান্ত থেকে আগত নেতা-কর্মীদের প্রতি সংগ্রামী অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: