নরসিংদী প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষ্যে উই ক্যান স্কুল আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, ছড়া বলা, গল্প বলা, দেশাত্মবোধক গান সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের
প্রধান উপদেষ্টা জনাব মো: আবদুছ ছালাম মিঞা, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষক জনাব মো: সাইফুল ইসলাম (সাইফ), বীরমুক্তিযোদ্ধা ফারুক ইকবাল (কাজল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক জনাব মাও: মো: আব্দুল মোমেন, জনাব মো: মাহমুদুল হাসান (এমারত), জনাব মো: আব্দুল্লাহ আল মামুন, জনাব মুহাম্মদ সোহেল রানা খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফাতেমা বেগম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ তাঁদের বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃস্টি হয়।
শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে বিদ্যালয়ের পরিচালক জনাব মো: আব্দুল্লাহ আল মামুন ও জনাব মুহাম্মদ সোহেল রানা খান।