এ আই রবি, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘায় অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে কসাইয়ের ১০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত। পরবর্তীতে মাংসগুলো পদ্মার নদীর ধারে পুড়িয়ে মাটিতে পুতে রাখা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকলে বাঘার মাংস হাটে এই ঘটনাটি ঘটে। জানা যায়, বাঘার মাংস হাটে মাংস বিক্রেতা জাকির হোসেন কসাই একটি রোগাক্রান্ত গরু জবাই করে তার মাংস বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিক্তিতে ঘটনাস্থলে হাজির হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন রেজা। এসময় কসাই তার দোষ শিকার করায় জনসম্মুখে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মাননিয়ন্ত্রণ ২০১১ আইনে উক্ত কসাইয়ের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত কসাই জাকির হোসেন উপজেলার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের জমসেদ আলীর ছেলে।
এ বিষয়ে ভুক্তভুগী একাধিক সূত্র মতে, অনৈতিক কর্মকান্ড চালিয়ে কতিপয় অসাধু মাংস ব্যবসায়ী প্রায়ঃশই খাওয়ার অনুপোযোগী অসুস্থ পশু জবাই করে মাংস বিক্রি করে। আবার বিক্রয় না হওয়া মাংস পরবর্তীতে বিক্রির জন্য ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা বাসা বাড়ির ফ্রিজে রেখে সেগুলো আবার বিক্রি করা হয় বলে অভিযোগ উঠেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা বলেন, খবর পেয়ে দ্রুত সময়ে অভিযুক্ত ব্যবসায়ীর দোকান পরিদর্শন করি এবং সেখানে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির সত্যতা পেয়ে কসায়ের অর্থদন্ড করা হয়েছে এবং সেই সাথে মাংসগুলো পুড়িয়ে মাটিতে পুতে রাখা হয়েছে। এদিকে কেউ যেন খাওয়ার অনুপোযোগী মাংস বিক্রয় না করে, সে বিষয়ে সকল ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশ দেয়া সহ এ ব্যাপারে তদারকির জন্য ইজারাদারকে নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর একই হাটের কসাই মিলন হোসেকে খাওয়ার অনুপোযোগী মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।